বন্ধু নিয়ে স্ট্যাটাসঃ পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা একা একা চলতে পারি না। বিভিন্ন জিনিসের ভেতর বন্ধুত্ব জিনিসটিও প্রয়োজন হয় পৃথিবীতে টিকে থাকতে। বন্ধু নিয়ে স্ট্যাটাস বর্তমান এই সময়ে আমরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে দিয়ে থাকি অনেকে দেখে থাকি।
বন্ধু নিয়ে স্ট্যাটাস |
আজকের এই ব্লগ থেকে আমরা বন্ধু নিয়ে স্ট্যাটাস দেখবো। এই স্ট্যাটাসগুলি আমরা চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে উপভোগ করতে পারি আমাদের মুহূর্ত। আমাদের তৈরি করা বন্ধু নিয়ে স্ট্যাটাস ভালো লাগবে এই আশায় তৈরি করা হয়েছে। সুতরাং ব্যবহার করতে চাইলে নিতে পারেন তবে বন্ধু নিয়ে স্ট্যাটাস ব্লগের কোন কনটেন্ট অন্যায় কাজে ব্যবহার করবেন না আশা রাখি!
বন্ধু নিয়ে স্ট্যাটাস ➡️ ক্যাপশন
তুমি কখনো একলা অনুভব করবে না, যদি তুমি নিজের সাথে বন্ধুত্ব করে নাওযেকোনো ধরনের বন্ধুত্বই কখনো এককালীয় হয় নাযে বন্ধু তোমাকে কষ্ট দেয় তার শ্রেষ্ঠ উপহার শান্ত হয়ে তার সাথে থাকাটাইযার বন্ধু আছে সে অসফল নয়!বন্ধু তো সে, যে আপনাকে ওই রূপেই দেখতে চাই যেমনটা আপনি নিজেই!আজ যে বন্ধু আপনার বিপদের দিনে এগিয়ে এসেছিলো, কাল তার বিপদের দিনেও যেন প্রথম সাহায্যের জন্য আপনিই হাত বাড়ান। কারণ এই নকলের দুনিয়ায় অমন প্রকৃত বন্ধু পেতে ভাগ্য লাগে, তাকে কেন হারাবেন!
বন্ধু নিয়ে স্ট্যাটাসঃ
ভালো ব্যবহার এবং বন্ধুত্ব আপনাকে সেই পর্যায়ে নিয়ে যেতে সক্ষম যেটা টাকা পয়সা দিয়েও সম্ভব না!নিজের কথাই নিজের কর্ম, আর নিজের বন্ধুর প্রতি সর্বদা সৎ থাকা উচিত!প্রকৃত বন্ধু টাকা পয়সা দিয়ে কেনা যায় না!একটা গোলাপ আমার বাগিচা, আর একটা বন্ধু আমার মহাসাগরআমার মনের কষ্ট তখনও আসে যখন বন্ধু অচেনা হয়ে যায়!যে বন্ধু আপনার অর্থ, বিত্ত, প্রতিপত্তি, সামাজিক মর্যাদার বিচার করে লোকসম্মুখে আপনাদের বন্ধুত্বের পরিচয় দিতে সংকোচ বোধ করে, সেই বন্ধুত্ব মিথ্যা, নকল!
বন্ধু নিয়ে স্ট্যাটাস ➡️ উক্তি
শুধু ভালো বন্ধুরাই আমাদের জীবনে চিহ্ন রেখে যায়!যে সবার বন্ধু সে আবার কারোরই বন্ধু না!নির্ভরযোগ্য আর বিশ্বস্ত ভালো বন্ধুর মতো অন্য কিছু হয় না!জীবনের অন্যতম উপহার হলো বন্ধুত্ব!একই সত্তার দুটো দেহে বসবাস হলো বন্ধুত্ব!যে বন্ধু আপনার সকল কাজেই বিচার বিবেচনা ছাড়াই সমর্থন করতে থাকে, আপনার সেই বন্ধু নকল। প্রকৃত বন্ধু ভালো কাজে উৎসাহ আর খারাপ কাজে অবশ্যই নিষেধ করে৷- অনলাইন
বন্ধু নিয়ে স্ট্যাটাসঃ
সত্যিকারের ভালোবাসা বিরল তবে সত্যিকারের বন্ধুত্ব হয় দুর্বল!
পুরো পৃথিবীকে একসাথে রাখতে সক্ষম, বন্ধুত্বের বন্ধন!
বন্ধুত্ব হলো চারিদিকের ক্লোভার যেটা খুঁজে পাওয়া কষ্ট হলেও পেলে ভাগ্যবান হওয়া স্বাভাবিক!
তোমার তৈরি করা আত্মীয় হলো বন্ধুত্ব!
বন্ধুত্ব যে টিকিয়ে রাখে না সে তো প্রকৃত মানুষ কি? সেটা বোঝে না!
বন্ধু অনেক তাড়াতাড়ি হয়ে যাওয়া যায় তবে বন্ধুত্ব একটি ধীরে পাকা ফল।
— অ্যারিস্টোটল
বন্ধু নিয়ে স্ট্যাটাস ➡️ বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস
তুমি প্রকৃত বন্ধুত্ব খুঁজে পাচ্ছ না? তুমি নিজেই হয়ে দেখাও, প্রকৃত বন্ধুর অভাব আর হবে না দেখে নিয়েন!একা একা পথ চলতে বাধা আসা স্বাভাবিক, তবে বন্ধুর সাথে থাকলে বাধা পথেও চলা যায়!আমার ভয়ের কমতি আসে পাশে বন্ধু থাকলে!বন্ধুত্ব থাকলে সেটা থাকার মতো বন্ধুত্ব করো, দেশকে ঐক্যবদ্ধের দিকে আনতে হবে।সুর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধা পর্যন্ত, চাঁদের বন্ধুত্ব সন্ধা থেকে সকাল পর্যন্ত, কিন্তু আমার বন্ধুত্ব শুরু থেকে শেষ নিশ্বাস পর্যন্ত!
বন্ধু নিয়ে স্ট্যাটাসঃ
দেশকে পাল্টিয়ে দিতে আমার বন্ধু যথেষ্ট, সুতরাং জনগণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোল!যতই উন্নতির দেশ হোক না কেন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া মুশকিল!প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে আপনি সততা, ধৈর্য, পরিশ্রম সবকিছু নিয়ে এগিয়ে চলুন!সত্যিকারের বন্ধুত্ব নিজের স্বাধীনতা ত্যাগ করে দেয়!একদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না সুতরাং সৎ ভাবে বন্ধুত্ব গড়ে, সবার সাথে মিশে থাকো!কথায় বলে, বন্ধুত্বে যদি সত্যিই প্রাণের টান থাকে তবে ৫০ বছর কোনও যোগাযোগ না থাকার পরে দেখা হলেও বন্ধুরা একে অপরকে ঠিক আগের মতোই জড়িয়ে ধরে।
বন্ধু নিয়ে স্ট্যাটাস ➡️ বন্ধু নিয়ে স্ট্যাটাস
আমার নেংটা কালের বন্ধুকে আমি নেংটু বলে ডাকলেই সে উত্তর দেয়!প্রকৃত বন্ধু নির্ণয় করা খুবই কষ্টকর!অনলাইনে প্রকৃত তুমি বন্ধু খুঁজে পাচ্ছ না? বাবা-মায়ের সম্পর্ক বন্ধুর মত গড়ে তোলায় উচিৎ!আজ আছে তো কাল নেই, এরকম বন্ধু থাকার জন্য না থাকা ভালো!বন্ধুর স্বার্থে বন্ধুর পাশে দাড়াই, এইতো আসল বন্ধু!বন্ধু যদি হও ,মেঘ এর মত, দুরে যেতে দিব না তো, বন্ধু যদি হও ,পাখির মতো , উড়ে যেতে দিবো না তো, কি করে বোঝাবো তোমায় মিস করছি কতো।
বন্ধু নিয়ে স্ট্যাটাসঃ
বিপদের সময় যে পাশে থাকে সে শুধু মানুষ নয়, প্রকৃত বন্ধু!বন্ধু বন্ধুত্বের দুর্বলতার সুযোগ নেয় না, বরং সংশোধনের জন্য তৈরি হয়েছে!ভালোবাসায় ভরপুর প্রকৃত বন্ধুত্ব!সকল স্ট্যাটাস ফেসবুকের জন্য নয়, বরং আমার স্ট্যাটাস বন্ধুর জন্য তৈরি করা!জীবনটা বদলাতে এক প্রকৃত বন্ধুত্বই যথেষ্ট!বন্ধু মানে অবহেলা নয়,বন্ধুকে আপন করে নিতে হয়,বন্ধু হল সুখ- দুঃখের সাথী,এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি!
বন্ধু নিয়ে স্ট্যাটাস ➡️ ফেসবুক স্ট্যাটাস
প্রকৃত বন্ধু স্বার্থ চেনে না, চিনলেও তা নিজের জন্য নয়!পৃথিবীতে হাজার বন্ধু থাকলেও প্রকৃত বন্ধু ১০০ জনও খুঁজে পাওয়া মুশকিল!হে আমার বন্ধু আমি তোকে এখনো ভুলিনি!বন্ধু আমার হাত নয়, বুক রাখে তার বুকে!মৃত্যু সকল প্রাণীর জন্য অবধারিত, তবে প্রকৃত বন্ধুত্বের মৃত্যু নেই!ভালো লাগার কিছু স্বপ্ন, মন ছুঁয়ে যায়,ভালো লাগার কিছু গল্প, জীবন রাঙায় ,ভালো লাগার কিছু মানুষ, বন্ধু হয়ে রয় ,ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয়।
বন্ধু নিয়ে স্ট্যাটাসঃ
আমার বন্ধু যখন আমাকে কষ্ট দেয়, আমি তখন তাকে আরো ভালোবাসতে চাই!বন্ধু আমার বেঁচে থাকার প্রেরণা!মনের মত বন্ধু সকলের কপালে জোটে না!আমি দুর্বল নয়, কারণ বন্ধু আমার পাশেই আছে!আমার বন্ধু শিক্ষা শিক্ষকের চেয়েও, ভালো কারণ সে শিক্ষকই আমার বন্ধু!প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমারহাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার ।
বন্ধু নিয়ে স্ট্যাটাস আজকে আমরা এই ব্লগে শেয়ার করেছি। আশা করি স্ট্যাটাস গুলি আপনাদের ভালো লেগেছে! ভালো লাগলে এগুলো বন্ধুদের কাছে শেয়ার সহ কমেন্ট করে আপনার মতামত চাইলে জানাতে পারেন। এরকম আরো স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ আজকের স্ট্যাটাস করার জন্য।